• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাথর ছুড়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়ি ভাঙলো বিক্ষুব্ধরা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ মার্চ ২০২১, ১১:৩০
পাথর ছুড়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টের গাড়ি ভাঙলো বিক্ষুব্ধরা

আর্জেন্টিনার পাতাগোনিয়োয় দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নেনদাজের গাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। দক্ষিণাঞ্চলীয় চুবুত প্রদেশে একটি কমিউনিটি সেন্টারের বাইরে থাকা তার গাড়িটি ঘিরে ধরে বিক্ষুব্ধরা। পরে তারা প্রেসিডেন্টের গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে।

জানা গেছে, দাবানলের কারণে ক্ষতিগ্রস্ত একটি এলাকা পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট আলবার্তো। ওই দাবানলে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।

আলবার্তো সরকার সম্প্রতি চুবুত এলাকার একটি খনি পুনরায় খননের পরিকল্পনা করছে। এর বিরুদ্ধেই বিক্ষোভে নেমেছে ওই এলাকার মানুষ।

ওই এলাকা সোনা, রুপা এবং ইউরেনিয়ামে সমৃদ্ধ। তাই বিশাল এলাকাজুড়ে পুনরায় খননের পরিকল্পনা করা হচ্ছে। সরকারের এমন পরিকল্পনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, কমিউনিটি সেন্টারের সামনে গাড়ি থেকে নামছিলেন প্রেসিডেন্ট আলবার্তো। তার গাড়ি দেখে আগেই বিক্ষুব্ধরা জড়ো হয়ে পথরোধ করে। এরপর প্রেসিডেন্টকে নামতে দেখে তার দিকে পাথর ছুড়তে শুরু করে। হামলায় প্রেসিডেন্টকে বহনকারী মিনিবাসটির কাঁচ ভেঙে গেছে।

সূত্র : বিবিসি

আরও পড়ুন...
বিজ্ঞানীরা কেন এগিয়ে এসেছেন একজন সিরিয়াল কিলারকে মুক্ত করতে?

টিএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেসিকে নিয়ে সুখবর দিলো মায়ামি
শীর্ষে আর্জেন্টিনা, দুঃসংবাদ পেলো বাংলাদেশ
মেসিকে নিয়ে সুখবর জানালেন মায়ামি কোচ
২ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
X
Fresh