• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সিরিয়ায় স্থায়ী সামরিক ঘাঁটি বানাচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ মার্চ ২০২১, ১৩:০৬
Russia building new permanent military base in Syria
সংগৃহীত

সিরিয়ায় স্থায়ী একটি সামরিক ঘাঁটি বানানোর কাজ শুরু করেছে রাশিয়ার বাহিনী। সিরিয়ার স্বাধীন নিউজ ওয়েবসাইট জামান আল-ওয়াসল জানিয়েছে, হোমসের পূর্বাঞ্চলীয় উপশহরে এই ঘাঁটি বানানো হচ্ছে।

এই ঘাঁটিটি একটি পাহাড়ের ওপর বানানো হবে। এটি সমুদ্র পৃষ্ঠ থেকে ৬০০ মিটার উপরে অবস্থিত। এই ঘাঁটিতে ৭৮০ মিটার এয়ারস্ট্রিপ থাকবে।

৯১.৫ একরের ওপর ওই ঘাঁটিতে একটি বিশেষ ক্যাম্পও থাকবে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিমান বাহিনীর ব্যবহৃত গুদামঘরের কাছে এই ঘাঁটি স্থাপন করা হচ্ছে।

ঘাঁটি বানানোর অংশ হিসেবে ইতোমধ্যেই তিন মিটার গভীর এবং দুই মিটার চওড়া একটি পরিখা খনন শুরু করেছে রাশিয়ার বাহিনী। যাতে যেকোনো হামলা থেকে ওই ঘাঁটিকে নিরাপদ রাখা যায়।

২০১১ সালে আসাদ সরকার গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর অভিযান শুরু করে। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়।

জাতিসংঘ জানিয়েছে, এক দশক ধরে চলা এই গৃহযুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। আর বাস্তুচ্যুত হয়েছে ১ কোটি মানুষ।

দীর্ঘ এই গৃহযুদ্ধে ইরান এবং রাশিয়ার সমর্থন পেয়ে আসছে রাশিয়া। অন্যদিকে বিরোধী বাহিনীকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব।

আরও পড়ুন :

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
বিশ্বে সামরিক ব্যয়ের রেকর্ড, শীর্ষে যুক্তরাষ্ট্র
X
Fresh