• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে পালিয়ে এলো মিয়ানমারের ১৯ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২১, ২২:১১
ফাইল ছবি

মিয়ানমারের অন্তত ১৯ পুলিশ সদস্য পালিয়ে এসেছে ভারতে। আজ শুক্রবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে। ভারতীয় গণমাধ্যমে দেশটির এক কর্মকর্তার সূত্রে বলা হয়েছে, সীমান্ত দিয়ে মিয়ানমারের পুলিশ সদস্যরা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের চাম্পফাই ও সার্চিপ জেলার ভেতর প্রবেশ করছে। ভারতে প্রবেশ করা ওই সকল পুলিশ সদস্যরা সকলেই নিরস্ত্র ছিলেন। আরও পুলিশ সদস্য আসবে বলেও আশা প্রকাশ করছে তারা।

আরও পড়ুন : দেখতে খারাপ হওয়ায় হাসাহাসি, চেহারাই বদলে ফেললেন যুবক!

এছাড়াও ওই কর্মকর্তা জানিয়েছেন, মিয়ানমারে জান্তা সরকার বিরোধী আন্দোলনকারীদের দমন করতে ওই সকল পুলিশ সদস্যদের নির্দেশ দেয়া হলে তারা আদেশ মান্য করতে চাননি। আদেশ অমান্য করার শাস্তির ভয়ে দেশ ছেড়েছেন তারা। বুধবারই ভারত জানিয়েছিল মিয়ানমার থেকে তিনজন পুলিশ সীমান্তবর্তী মিজোরাম রাজ্যে পালিয়ে এসেছে এবং আটক করা হয়েছে তাদের।

আরও পড়ুন :

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি দেশটিতে অং সান সূ চি সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গ্রেপ্তারের পর ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বিক্ষোভ করছে সাধারণ জনগণ।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
X
Fresh