• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

বিবাহ বহির্ভূত সম্পর্কে কারাদণ্ড পাওয়া জুটির সাজা মওকুফ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৫ মার্চ ২০২১, ১৭:৪৩
Couple's punishment for sex out of wedlock cancelled in UAE
সংগৃহীত

একজন নারী ও পুরুষ বিয়ে বহির্ভূত সম্পর্কের এক মামলায় অভিযুক্ত প্রমাণিত হয়েছে। কিন্তু ওই জুটিকে অব্যাহতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ’র আপিল আদালত।

এর আগে শারজাহ’র অপরাধ আদালত প্রথমবারের মতো এক ফিলিস্তিনি জুটিকে এই মামলায় ছয় মাসে কারাদণ্ড দেন। কারাদণ্ড শেষে তাদের ফিলিস্তিনে পাঠানোরও নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন : ফেঁসে যাচ্ছেন নাসিরের স্ত্রী তামিমা!

গত বছরের ২ নভেম্বর এই রায় ঘোষণা করেন আদালত। ওই জুটি শারজাহ’য় একটি গাড়ির মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে বলে অভিযোগ করা হয়।

পরে তাদের মামলা সরকারি কৌঁসুলির অফিসের পাঠানো হয়। তারা এই জুটিকে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগে আদালতে পাঠায়।

তবে আদালতে হাজির হয়ে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এই জুটি। কিন্তু আদালত তাদের অভিযুক্ত করে কারাদণ্ডাদেশ দেন।

আরও পড়ুন : ভারতে স্বর্ণের দাম কমলো ১০ হাজার

পরে এই জুটির আমিরাতি আইনজীবী সেলিম বিন সাহো আদালতের এই রায়ের বিরুদ্ধে আবেদন করেন। তিনি তাদের মুক্তির আবেদন জানান।

তিনি আদালতকে বলেন, গত বছর এ ধরনের সম্পর্ক আর অবৈধ নয় বলে আইনে সংশোধন এনেছে আমিরাত সরকার। তাই যে মামলায় তাদের সাজা দেয়া হয়েছে তা এখন আর অপরাধ বলে বিবেচিত না।

আরও পড়ুন : গোসলের ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ভাবিকে দিনের পর দিন ধর্ষণ

ওই আইনজীবীর এই যুক্তিতর্কের পর আপিল আদালত চলতি বছরের ১০ জানুয়ারি এই জুটিকে মুক্তি দেয়।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুটি বাঁধলেন হৃদয় খান-ন্যান্সিকন্যা রোদেলা
দুদকের মামলায় সাবেক এমপি কাদের খানের চার বছরের কারাদণ্ড 
মিথ্যা পরিচয়ে বিয়ে, স্বামীসহ ৪ জনের যাবজ্জীবন
শুরুর জুটি নিয়েই প্রথম সেশন পার বাংলাদেশের
X
Fresh