• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

নিউজিল্যান্ডে একাধিক ভূমিকম্প, সুনামির আতঙ্কে বাড়ি ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

  ০৫ মার্চ ২০২১, ০৮:২৪
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ড পর পর তিনটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। শুক্রবার (৫ মার্চ) ৮ ঘণ্টার কম সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানে তিনটি ভূমিকম্প।

এই ঘটনায় বেশ কিছু এলাকায় সুনামির সতর্কতা জারি করে বাসিন্দাদের ঘর ছেড়ে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।
আরও পড়ুনঃ স্বামীকে স্কুটিতে করে শ্বশুরবাড়ি গেলেন নতুন বউ!

আর এই ভূমিকম্পের ফলে সুনামির ঢেউ ১০ ফুট উচ্চতায় পৌঁছাতে পারে। কর্তৃপক্ষের এমন সতর্কতার পর দেশটির নর্থল্যান্ড এবং বে অব প্লেন্টি এলাকার শ্রমিক, শিক্ষার্থী এবং বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়।

নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেরমাডেক আইল্যান্ডে সবশেষ ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। একই এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাতের পরপরই ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর আগে দিনের শুরুতে নর্থ আইল্যান্ডের প্রায় ৯০০ কিলোমিটার দূরে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তবে এই ঘটনায় এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সূত্র- রয়টার্স।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাপুয়া নিউ গিনিতে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫
সিলেট টেস্টসহ টিভিতে আজকের খেলা
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
সপরিবারে অল্পের জন্য রক্ষা পেলেন রাজামৌলি
X
Fresh