• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারে বাধা রইলো না ফেসবুকে

আন্তর্জাতিক ডেস্ক

  ০৪ মার্চ ২০২১, ২০:৪১
ফাইল ছবি

রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার যুক্তরাষ্ট্রে বন্ধ রেখেছিল ফেসবুক কর্তৃপক্ষ। বুধবার (৩ মার্চ) প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানিয়েছে, বৃহস্পতিবার থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া সংবাদ প্রচার ও অপপ্রচার বন্ধে সকল রাজনৈতিক, নির্বাচনী এবং সামাজিক ইস্যু ভিত্তিক বিজ্ঞাপন প্রচার বন্ধ করেছিল ফেসবুক কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের জর্জিয়ার নির্বাচন উপলক্ষে সেই আদেশ সাময়িক সময়ের জন্য তুলে নিলেও পুনরায় আবার জারি করেছিল। একইভাবে গুগল কর্তৃপক্ষও রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করেছিল। নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেয়া হলেও গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনায় আবার সেই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে গত সপ্তাহে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নীতি এখন আর রাজনৈতিক, নির্বাচনী কিংবা সামাজিক ইস্যু নির্ভর বিজ্ঞাপনের কোনও তারতম্য করবে না। এছাড়াও নতুন নতুন কোন বিষয়ে পরিবর্তন আনা যায় তা আগামীতে ভাববে তারা।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে ফেসবুকে ভাইরাল আবুল খায়েরের সেই বিজ্ঞাপন!
সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি
টিকটক নিষিদ্ধে বিল পাস যুক্তরাষ্ট্রের
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
X
Fresh