• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সৌদি যুবরাজ সালমানের শাস্তি চাইলেন খাশোগির বাগদত্তা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২১, ০৯:০২
Khashoggi's wife demanded punishment for Saudi Prince Salman
সৌদি যুবরাজ সালমানের শাস্তি চাইলেন খাশোগির স্ত্রী

সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের শাস্তি দাবি করেছেন নিহত সাংবাদিক জামাল খাশোগির স্ত্রী হাদিস চেঙ্গিস। এর ফলে শুধু যে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে তাই নয় সেই সাথে একই ধরনের নৃশংসতা রোধ করাও সম্ভব হবে বলে এক বিবৃতিতে তিনি জানান।

এক টুইটার বার্তায় খাশোগির স্ত্রী হাদিস চেঙ্গিস আরও জানান, যদি সৌদি আরবের যুবরাজকে শাস্তি দেয়া না হয়, তাহলে এর মধ্য দিয়ে প্রমাণ হবে যে খুনের মূল অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেন। আমাদের মানবতায় রক্তের দাগ লাগবে। আর এ কারণে আমরা সকলে বিপদে পড়বো।

উল্লেখ্য, সৌদি আরবের যুবরাজের নির্দেশে ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে খাশোগিকে হত্যা করা হয়। সম্প্রতি প্রকাশিত মার্কিন গোয়েন্দা রিপোর্ট থেকে এ তথ্য জানা গেছে। সূত্র: পার্সটুডের।

জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
X
Fresh