• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৩ বছরের কারাদণ্ড ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০১ মার্চ ২০২১, ২১:৩২
নিকোলাস সারজোকি

এটাই প্রথম ফরাসি কোনো প্রেসিডেন্টের সাজা পাওয়া। সোমবার (১ মার্চ) দেশটির একটি আদালত সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারজোকিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে। এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

আদালতের দণ্ডে জানানো হয়েছে, দুই বছরের সাজা স্থগিত করা হয়েছে। সারজোকিকে কারাগারে না গিয়ে বাড়িতেই সাজা ভোগ হবে। এক্ষেত্রে তাকে একটি ইলেকট্রিক ডিভাইস পরে থাকতে হবে।

আরও পড়ুন : ১৮ ঘণ্টায় ২৫ কি.মি. রাস্তা নির্মাণ করে বিশ্বরেকর্ড

২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস সারজোকি। তবে দ্রুতই উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছে বিবিসি।

আদালতে প্রমাণ হয়েছে ৬৬ বছর বয়সী সারজোকি ক্ষমতায় থাকাকালীন আইন ভেঙেছিলেন। সারকোজির সঙ্গে ছিলেন ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্ট এবং সাবেক আইনজীবী থিয়েরে হারজোগ।

আরও পড়ুন : হুথিদের নিয়ন্ত্রণ করছে ইরানের বিপ্লবী গার্ড

বিবিসি জানিয়েছে, ক্ষমতায় থাকাকালীন তথ্যের বিনিময়ে ফ্রান্সের মোনাকোতে সরকারের গুরুত্বপূর্ণ পদে ম্যাজিস্ট্রেট গিলবার্ট আজিবার্টকে চাকরির ঘুষের প্রস্তাব দিয়েছিলেন।

তবে সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারজোকি আদালতের রায়ের পরও নিজেকে নিরপরাধ বলে দাবি করেছেন।

আরও পড়ুন : গ্রিনকার্ড, ওয়ার্ক ভিসা খুলে দিলেন বাইডেন

এমআর/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh