• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সৌদি ক্রাউন প্রিন্সের শাস্তি চান খাসোগির বাগদত্তা

আন্তর্জাতিক ডেস্ক

  ০১ মার্চ ২০২১, ১৭:২৯

সাংবাদিক জামাল খাসোগি হত্যায় জড়িত থাকার অভিযোগে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে অবিলম্বে শাস্তির দাবি জানিয়েছেন খাসোগির বাগদত্তা হ্যাতিস চেঙ্গিস।

গেলো শুক্রবার যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন নতুন গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে। সেখানে বলা হয়, সাংবাদিক জামাল খাসোগি হত্যায় অনুমোদন দিয়েছিলেন ক্রাউন প্রিন্স। এই হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি আরবের সুনির্দিষ্ট কিছু ব্যক্তি, যারা হত্যায় জড়িত তাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন।

অথচ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সৌদি আরব এই ঘটনায় ক্রাউন প্রিন্সের জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এরপরই টুইটারে সোচ্চার হয়েছেন হ্যাতিস চেঙ্গিস।

আরও পড়ুন :

তিনি লিখেছেন, ক্রাউন প্রিন্সকে শাস্তি না দিলে এর মধ্য দিয়ে চিরদিনের জন্য এমন একটা বার্তা দেয়া হবে, খুনের মূল অপরাধী ধরাছোঁয়ার বাইরে থাকতে পারেন। ফলে আমরা সবাই বিপদে পড়বো। আর এ কারণে আমাদের মানবতায় রক্তের দাগ লাগবে।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh