আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৮
পাকিস্তান সীমান্তে ২ ইরানি নিহতের ঘটনায় উত্তেজনা

সীমান্ত হত্যা নিয়ে উত্তেজনা শুরু হয়েছে পাকিস্তান ও ইরানের মধ্যে। এরই মধ্যে সীমান্তে নিহত দুই ইরানি নাগরিকের মৃত্যু নিয়ে তদন্তে নেমেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত সোমবার জ্বালানি তেলসহ সীমান্ত অতিক্রমের সময় দুজন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে একজনের লাশ ফেরত দিয়েছে পাকিস্তান।
আরও পড়ুনঃ মিয়ানমারে পুলিশের গুলিতে নিহত পাঁচ
এ ঘটনাটি নিয়ে দক্ষিণ ইরানের সীমান্ত প্রদেশ বেলুচিস্তান-সিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ-মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে আন্দোলনকারীরা দক্ষিণ-পূর্ব ইরানের এক গভর্নর অফিস ভাঙচুর করেছে এবং একটি পুলিশের গাড়িতে আগুন দিয়েছে। তবে এ ঘটনার সততা নিশ্চিত করতে পারেনি কেউ।
আরও পড়ুনঃ সৌদি যুবরাজকে নিষেধাজ্ঞায় আনতে জাতিসংঘের আহ্বান
সূত্র: রয়টার্স
জিএম/এম