• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে বাংলাদেশের পক্ষে ভারতের বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৩
ফাইল ছবি

রোহিঙ্গা ইস্যু নিয়ে জাতিসংঘের অনানুষ্ঠানিক সাধারণ অধিবেশনে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বক্তব্য দিয়েছেন। তিনি রোহিঙ্গা সংকট নিরসনের জন্য রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করবেন- এমন প্রতিশ্রুতি দিয়ে বলেন, এ বিষয়ে বাংলাদেশকে সকলের সহযোগিতা করা উচিত। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) জাতিসংঘে সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) হিন্দুস্তান টাইমস এ বিষয়ে এক প্রতিবেদনে তুলে ধরে। মিয়ানমার থেকে নির্যাতন করে রোহিঙ্গাদের বিতাড়িত করার বিষয়ে বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলো প্রায়ই কৌশলী বক্তব্য প্রদান করে। মিয়ানমারকে চীন সমর্থন করলেও ভারত নিরপেক্ষ থেকেছে। রোহিঙ্গা সংকটে সর্বোচ্চ চেষ্টা আছে ভারতের।

এছাড়াও তিনি অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশকে অর্থনৈতিক ও অন্যভাবে সহযোগিতা করা উচিত। মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। এদের হাতেই গণহত্যার শিকার হয়েছে নিরীহ রোহিঙ্গারা। একসময় তারা প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশে পালিয়ে আসেন।

এসআর/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের সতর্কবার্তা
মুখ খুলল রাশিয়া
যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে মধ্যপ্রাচ্যকে এখনই ফেরাতে হবে : জাতিসংঘ
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
X
Fresh