• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রাশিয়া থেকে আয়ের কথা গোপন করেছিলেন ফ্লিন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০৩ এপ্রিল ২০১৭, ০৮:২৮

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন রাশিয়া থেকে আসা আয়ের কথা গোপন করেছিলেন।

ফেব্রুয়ারিতে জমা দেয়া আর্থিক বিবরণীতে আয়ের বিস্তারিত প্রকাশ করার কথা থাকলেও তিনি তা করেননি। এমনই তথ্য জানা গেছে হোয়াইট হাউসের প্রকাশিত নথি থেকে।

মাইকেল ফ্লিন রাশিয়ার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে বক্তৃতা দিয়েও আয় করেছেন। এর মধ্যে রয়েছে ক্রেমলিনের তহবিলে পরিচালিত আরটি টিভি ও ভোলগা-নিপার এয়ারলাইন্সও।

তবে রুশ কোম্পানিগুলো থেকে প্রাপ্ত অর্থের পরিমাণ উল্লেখ করেননি তিনি। অবশ্য হোয়াইট হাউসের দায়িত্বে থাকাকালে স্বাক্ষর করা অন্য এক আর্থিক বিবরণীতে এসব তথ্য গোপন করেছিলেন তিনি।

রাশিয়ার সঙ্গে যোগাযোগের ব্যাপারে বিভ্রান্তিকর তথ্য দেয়ার কারণে নিয়োগ পাওয়ার ২৪ দিনের মাথায় পদত্যাগে বাধ্য হন ফ্লিন।

ওয়াই/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh