• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

শামীমার কী হবে, জানাবে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৮
What will happen to Shamima, the Supreme Court of the United Kingdom will tell
শামীমা বেগম

নাগরিকত্ব রক্ষার লড়াইয়ে যুক্তরাজ্যে ফিরে আইনি লড়াই করতে পারবেন কি না, সে বিষয়ে শুক্রবার রায় পাবেন আইএসএ যোগ দিতে লন্ডন থেকে পালিয়ে সিরিয়ায় যাওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শামীমা বেগম।

যুক্তরাজ্যের স্থানীয় সময় শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলের মধ্যে রায় দেয়ার কথা দেশটির সুপ্রিম কোর্টের। এর আগে শামীমাকে ফিরতে না দিতে চাওয়া যুক্তরাজ্য সরকার তার ব্রিটিশ নাগরিকত্ব ছিনিয়ে নিয়েছিল।

আইএসে যোগ দিতে মাত্র ১৫ বছর বয়সে স্কুলের দুই বন্ধুকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য ছেড়ে শামীমা সিরিয়ায় পাড়ি জমান। ছয় বছর পর দেশটির সর্বোচ্চ আদালত তার ফেরা নিয়ে সিদ্ধান্ত জানাতে যাচ্ছে।

এ বিষয়ে শামীমা বেগমের আইনজীবীদের যুক্তি, শুনানিতে অবাধে অংশ নিতে না পারলে এ বাংলাদেশি বংশোদ্ভূত নারীর ব্রিটিশ নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বহাল হয়ে যাবে।

শামীমার দাবি, ব্রিটিশ সরকারের বেআইনি সিদ্ধান্তের কারণে তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েছেন এবং তার মৃত্যুর ঝুঁকি রয়েছে।

উল্লেখ্য, ২১ বছর বয়সী শামীমা এখন উত্তর সিরিয়ায় সশস্ত্র রক্ষীদের নিয়ন্ত্রণাধীন একটি ক্যাম্পে দুর্গত অবস্থায় রয়েছেন। তার স্বামী সিরীয় কারাগারে আছেন বলে মনে করা হচ্ছে এবং তাদের তিনটি সন্তানই মারা গেছে।

জিএম/এম


মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘরে বসে টেলিস্কোপ তৈরি করল কিশোর ফারাবী 
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, দোকান পুড়ে ছাই
ইরানে ফের হামলা হলে ইসরায়েল বলে কিছু থাকবে না : রাইসি
কিডনি দিয়ে স্বামীকে বাঁচানো ববিতার প্রাণ গেল ছিনতাইকারীদের হাতে
X
Fresh