• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দেখা দিলো বিরল পাখি, অর্ধেক পুরুষ অর্ধেক নারী!

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:২৮

যুক্তরাষ্ট্রর পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক বিরল পাখির সন্ধান মিলেছে। পাখিটি দেখতে অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষের মতো। নাম নর্দার্ন কার্ডিনাল। এর পুরুষ বা নারী প্রজাতির ছবি ক্যামেরাবন্দী হলেও নতুন করে মিশ্র লিঙ্গের ছবি ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাখি বিশেষজ্ঞ জেমি হিল তার বন্ধুর কাছে নতুন এই পাখির বিষয়ে জানতে পেরে ক্যামেরা নিয়ে চলে যান। বিরল এই পাখিকে ক্যামেরাবন্দী করেন তিনি। যদিও এই পাখিই প্রথম নয় তবে মিশ্র লিঙ্গের পাখি খুব বিরল।

সাধারণত পুরুষ পাখিগুলো উজ্জ্বল লাল রঙের এবং নারী পাখিগুলো ফ্যাকাসে বাদামি রঙের হয়ে থাকে। এ কারণে পাখিটি দুটি লিঙ্গের মিশ্র হতে পারে।

৬৯ বছর বয়সী অবসরপ্রাপ্ত পাখিবিদ জেমি হিল জানিয়েছেন, এমন মুহূর্ত জীবনে কেবল একবার পাওয়া যায়, যা লাখে একটা ঘটনা।


এসআর/

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh