• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মমতার অভিনব প্রতিবাদ (ভিডিও)

আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২০
রাজপথে মমতা

ভারতজুড়ে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এর প্রতিবাদে বাইকে চড়ে প্রাদেশিক সচিবালয় নবান্নে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। একমাসে তিন দফায় ১০০ টাকা দাম বেড়েছে রান্নার গ্যাসেরও।

বৃহস্পতিবার ( ২৫ ফেব্রুয়ারি) সকালে স্কুটারে চড়ে রাজপথে নামেন।

রিপাবলিক ওয়ার্ল্ড তার প্রতিবেদনে জানিয়েছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইলেকট্রিক স্কুটারে চেপে সকালে নবান্নের উদ্দেশে রওয়ানা হন মুখ্যমন্ত্রী । এ সময় স্কুটারটি ড্রাইভ করেন তৃণমূল কংগ্রেসের নেতা ও কলকতার মেয়র ফিরহাদ হাকিম। এ সময় নিজের শরীরে প্রতিবাদী ব্যানারও টানিয়ে রাখেন মমতা।

স্কুটারে চেপে মমতার রাস্তায় নামার ভিডিওটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে মমতা ও মুখ্যমন্ত্রী উভয়কেই হেলমেট পরিহিত অবস্থায় দেখা যায়। সচিবালয়ে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ভাঁওতাবাজ বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ এই নেত্রী।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সামাজিকমাধ্যমে গুজব প্রতিহতে ব্যবস্থার নির্দেশ
বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ কে জানেন?
সহকারী অধ্যাপকের বিরুদ্ধে ৩১ ছাত্রীর কুপ্রস্তাবের অভিযোগ
সংসার ভাঙার গুঞ্জন নয়নতারার!
X
Fresh