• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফেসবুক ও গুগলে নিউজ প্রচার করলে গণমাধ্যমকে অর্থ দিতে হবে

আরটিভি নিউজ

  ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৫৮
ফাইল ছবি

ফেসবুক ও গুগলে নিউজ প্রচার করলে স্থানীয় গণমাধ্যমকে অর্থ দেয়ার বিধান রেখে আইন পাস করেছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার পার্লামেন্ট আইনটি পাস হয়।

এএফপি’র খবরে বলা হয়, নতুন এই আইনের কারণে গুগল-ফেসবুক তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলিয়ার স্থানীয় নিউজ কন্টেন্ট প্রকাশের জন্য সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমকে অর্থ দিতে বাধ্য থাকবে। এই আইনকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বে প্রথম কোনো দেশ এমন আইন পাস করলো।

এখন অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারবে। এরই মধ্যে কানাডাও জানিয়েছে, অস্ট্রেলিয়ার মতো পদক্ষেপ তারাও নেবে।

অস্ট্রেলিয়া যখন এই আইন করার উদ্যোগ নেয় তখন প্রথমে আইনটির তীব্র বিরোধিতা করেছিল গুগল এবং ফেসবুক। এমনকি এই আইনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে বিরোধের জেরে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ায় সব নিউজ কন্টেন্ট প্রকাশ বন্ধ করে দেয় ফেসবুক। পরে অবশ্য অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে তাদের সমঝোতা হয়।

অস্ট্রেলিয়া সরকার এ বিষয়ে বলছে, নিউজ মিডিয়া অ্যান্ড ডিজিটাল প্ল্যাটফর্মস ম্যান্ডাটরি বার্গেনিং কোড নামের এই আইন সংবাদ ব্যবসার জন্য ন্যায্য পাওনা নিশ্চিত করবে। আইনটি অস্ট্রেলিয়ায় জনস্বার্থ কেন্দ্রিক সাংবাদিকতাকে টিকিয়ে রাখতে সহায়তা করবে।

আরও পড়ুন...
সোশ্যাল মিডিয়ার গলা চেপে ধরতে চাইছে ভারত

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
আইপিএল না খেলার আসল কারণ জানালেন জাম্পা
X
Fresh