• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কলম্বিয়ায় ভূমিধসে ২ শতাধিক মানুষের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ০২ এপ্রিল ২০১৭, ০৮:৪৯

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমের পুটুমায়ো প্রদেশে ভূমিধসে কমপক্ষে ২০৬ জন মারা গেছেন। আহত হয়েছেন ২ শতাধিকেরও বেশি।

রোববার বিবিসি অনলাইনের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শনিবার রাতে টানা কয়েকঘণ্টা ভারি বৃষ্টিপাতে বেশ ক’টি নদীর পানি উপচে প্রাদেশিক রাজধানী মোকোয়া শহর প্লাবিত হয়েছে। কাদাপানির তোড়ে ভেসে গেছে শত শত ঘরবাড়ি। ধসে পড়েছে বহু ঘর। কয়েক ফুট কাদার নিচে চাপা পড়ে গেছে যানবাহন।

বিশ্বব্যাপী সেবাদানকারী প্রতিষ্ঠান রেড ক্রস বলছে, কমপক্ষে ২২০ জন নিখোঁজ রয়েছেন। আরো ২০২ জন আহত হয়েছেন।

প্রেসিডেন্ট হুয়ান মান্যুয়েল সান্তোস দুর্গত এলাকা পরিদর্শন করেছেন। তিনি জানান, বিপর্যস্ত এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে কাজ করছে।

ওই এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার।

উদ্ধারকর্মীরা জানান, ওই এলাকার প্রধান হাসপাতালে আহতদের সামলাতে হিমশিম খেতে হচ্ছে। পুরো শহরে বিদ্যুৎ-পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।

তারা আরো বলছেন, বৈরী আবহাওয়া ও ক্ষতিগ্রস্ত স্থাপনার ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh