• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রেমিক পেতে আর শেভ করতে পারবেন না তিনি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩২
Danish woman says she won’t shave mustache or trim unibrow just to land a man
সংগৃহীত

শেভ করতে করতে ক্লান্ত তিনি। আর শেভ করতে পারবেন না। অন্তত প্রেমিক পাওয়ার জন্য তো নয়ই। আর তাই বিরক্ত হয়ে বলেই দিয়েছেন, যদি আমাকে পেতে চাও, তবে নিজেই টুইজার নিয়ে ব্রুর চুল তুলে নাও। ডেনমার্কের কোপেনহাগেনের বাসিন্দা ৩১ বছর বয়সী এলডিনা জাগানজেক। নারীদের ওপর সৌন্দর্যের যে মাপকাঠি চাপিয়ে দেয়া হয়েছে, তাতে তিনি পুরোপুরিই বিরক্ত। বিশেষ করে চেহারার চুল সরানো তার একদমই অপছন্দ।

আরও পড়ুনঃ গ্রামে পুরুষ নেই, তবু হন গর্ভবতী নারীরা!

গত বছরের মার্চ মাস থেকে আর টুইজার এবং রেজার ব্যবহার করছে না জাগানজেক। আগে টুইজার দিয়ে ব্রু তুলতেন এবং রেজার দিয়ে গোফ শেভ করতেন। কিন্তু এই চুল থাকলেও তিনি নারী বলেই মন্তব্য করেছেন জাগানজেক। সব পুরুষ প্রশংসার যোগ্য নয় বলে মন্তব্য করেছেন এই ড্যানিশ তরুণী। তিনি বলেন, আমার এক প্রেমিক ছিল যে আমার ব্রুর দিকে নির্দেশ করে বলতেন, এগুলো ‘তুলে’ ফেলো। যদিও এটা ইতিবাচক হিসেবে মনে করেন জাগানজেক।

আরও পড়ুনঃ বাড়ি মেরামত করতে গিয়ে গুপ্তধনের হদিশ, রাতারাতি কোটিপতি

এখন নিজের সম্ভাব্য বয়ফ্রেন্ড খুঁজে বের করা সহজ হবে বলে মনে করেন জাগানজেক। তবে একজন পুরুষ যদি তার ব্রু না তোলে বা শেভ না করে তাহলে এটাকে কেউ অস্বাভাবিক মনে করে না বলেও জানান তিনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাঁকা বাড়িতে প্রেমিককে ডেকে ফেঁসে যান অনন্যা
অবশেষে সেই অভিযুক্ত প্রেমিক সেলিম গ্রেপ্তার
প্রেমিকের সঙ্গে পালিয়েছেন স্ত্রী, ফের বিয়ে করলেন স্বামী
প্রেমিকের বাড়িতে প্রেমিকার আত্মহত্যা
X
Fresh