logo
  • ঢাকা শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ২০ ফাল্গুন ১৪২৭

যুক্তরাষ্ট্রে বন্দুকের দোকানে গোলাগুলি, নিহত ৩

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ অরল্যান্সে একটি বন্দুকের দোকানে গোলাগুলির ঘটনায় তিনজনে নিহত হয়েছেন ও আহত হয়েছেন দুই জন। রোববার (২১ ফেব্রুয়ারি) এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ক্রেতা দোকানের কর্মচারীদের সঙ্গে তর্কবিতর্কে জড়ায়। একপর্যায়ে তাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হয়। তবে এখনো নিহতদের সম্পর্কে কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ মিয়ানমারে সহিংস হচ্ছে বিক্ষোভ, ফের নিহত ২

স্থানীয় পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে পাল্টাপাল্টি গুলিবিনিময়ে দুজন নিরস্ত্র লোক আহতও হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে তদন্ত করছে আইন-শৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুনঃ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে বাইডেনের আগ্রহ প্রকাশ

জেফারসন বন্দুক স্টোরে গোলাগুলির খবর চারপাশে ছড়িয়ে পড়লে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় ওই এলাকায়। আশপাশের দোকানগুলো আতঙ্কে তাদের দোকান বন্ধ করে দেয়। পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসআর/

RTV Drama
RTVPLUS