• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

রাশিয়াকে মোকাবিলায় ইউক্রেনকে শক্তিশালী করব : যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৭
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন

রাশিয়ার হুমকি মোকাবিলা করার জন্য ইউক্রেনের সেনাবাহিনীকে শক্তিশালী করে তুলতে আমার দেশ সাহায্য করবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শনিবার (২০ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী অ্যান্ড্রি তারানের সঙ্গে টেলিফোনালাপে কিয়েভকে এসব কথা বলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

এসময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রাশিয়াকে তার দেশের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করে তোলার জন্য সম্ভাব্য সকল কিছু করবে ওয়াশিংটন। এর আগে তিনি শুক্রবার ন্যাটো জোটের প্রতিরক্ষামন্ত্রীদের এক সম্মেলনে জানান তাদের সামনে বিশাল চ্যালেঞ্জ হচ্ছে চীন ও রাশিয়া। এই দুই দেশ মোকাবিলা করতে সকল দেশকে প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানান তিনি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ঠিক সেই সময় এসব কথা বললেন যখন কিনা রুশ কূটনীতিকরা রাশিয়া-ন্যাটো সীমান্তবর্তী অঞ্চলে সকল অস্থিতিশীলতা সৃষ্টিকারী পদক্ষেপ নেয়ার বিষয়ে ওয়াশিংটনকে হুঁশিয়ার করে দিয়েছেন।

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো, গণগ্রেপ্তার
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
‘শ্রম আইন নিয়ে টালবাহানা করছে যুক্তরাষ্ট্র’
X
Fresh