আরটিভি নিউজ
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৫
ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া শেষ হলো

সাগরের নিরাপত্তা নিশ্চিতকরণে ভারত মহাসাগরে ইরান, রাশিয়া ও ভারতের যৌথ নৌমহড়া শেষ হয়েছে। 'মেরিটাইম সিকিউরিটি বেল্ট হাইব্রিড' শীর্ষক এই মহড়ায় নানা ধরণের অনুশীলন সম্পন্ন করা হয়।
আজ বৃহস্পতিবার শেষ দিন মহড়ায় ইরানের 'জামারান' ও 'নাকদি' ডেস্ট্রয়ার ছাড়াও বেশ কয়েকটি যুদ্ধজাহাজ অংশ নেয়। এতে রাশিয়া ও ভারতের কয়েকটি নৌ ইউনিটও সক্রিয়ভাবে অংশ নেয়। দুই দিনব্যাপী মহড়ার শেষ দিনে গতকাল জলদস্যুদের বিরুদ্ধে অভিযানের মহড়া সম্পন্ন করা হয়।
মহড়ার মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল গোলাম রেজা তাহানি কল্পিত জলদস্যুদের বিরুদ্ধে অভিযান সম্পর্কে বলেন, জলদস্যুদের কবলে পড়া বাণিজ্যিক জাহাজ দু'টি চবাহার বন্দরের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারে সিগন্যাল পাঠায়।
এরপর ইরানের নৌবাহিনীর একটি সিকোরস্কি এসডি-৩ডি সী কিং হেলিকপ্টার উড়ে যায় এবং পরিস্থিতি সরেজমিন দেখে আসে।
এরপর ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি জামারান ডেস্ট্রয়ারকে ওই এলাকায় মোতায়েন করা হয় এবং মহড়ায় অংশ নেয়া যুদ্ধজাহাজকে ইরানি ও রুশ ইউনিট- দুই ভাগে বিভক্ত করে অভিযান শুরু হয়।
এমকে