• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

করোনা টিকায় অনীহা এক-তৃতীয়াংশ মার্কিন সেনার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৪৪
One-third of US military refusing Covid vaccine
সংগৃহীত

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তারা বলেছেন, দেশটির সেনাবাহিনীর এক-তৃতীয়াংশ সদস্য টিকা নিতে চায় না। যদিও মার্কিন সেনাবাহিনীর উল্লেখযোগ্য সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

মার্কিন কংগ্রেসের এক শুনানিতে এমন বিস্ফোরক তথ্য দিয়েছেন মেজর জেনারেল জেফ টালিয়াফেররো। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় করোনার টিকা নেয়াটা এখনও বাধ্যতামূলক করেনি। কারণ কেন্দ্রীয় ওষুধ প্রশাসন এখনও এটি পূর্ণ অনুমোদন দেয়নি।

টালিয়াফেররো বলেছেন, দুই-তৃতীয়াংশ সদস্য টিকা নেয়ার ব্যাপারে আগ্রহী। তবে এটা খুবই প্রাথমিক উপাত্ত বলেও মন্তব্য করেছেন তিনি।

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, সেনাবাহিনীতে এখনও পর্যন্ত কতজনকে টিকা দেয়া হয়েছে সেটার পুরো তথ্য তাদের কাছে নেই। তবে এ পর্যন্ত ৯ লাখ ১৬ হাজার ৫০০ জনকে টিকা দেয়া হয়েছে।

শীর্ষ এই মার্কিন কর্মকর্তা আরও বলেন, দেশটির জনগোষ্ঠীর যে পরিমাণ মানুষ এখনও করোনার টিকা নিতে চায়, সেনাবাহিনীতে এই সংখ্যার অনুপাত প্রায় একই। কিরবি বলেন, মার্কিন সমাজের গ্রহণযোগ্যতা হারে প্রতিচ্ছবি আমরা সেনাবাহিনী।

যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে টিকা দিতে সহায়তা করছে সামরিক বাহিনী ও ন্যাশনাল গার্ড। কিরবি বলেছেন, এই সপ্তাহের শেষে সেনাবাহিনীর ১০ লাখের বেশি সদস্যকে টিকা দেয়া সম্ভব হবে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনা টিকায় স্নায়ুতে দেখা দিতে পারে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া!
মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত ৩, আহত ২৫ 
X
Fresh