• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

চীনের জিনজিয়াংয়ে দাড়ি ও বোরকা নিষিদ্ধ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০১ এপ্রিল ২০১৭, ১২:১৬

চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিম পুরুষদের মুখে লম্বা দাড়ি ও নারীদের জন্য বোরকা পরা নিষিদ্ধ করা হয়েছে। কর্তৃপক্ষ জনিয়েছে, ইসলামি চরমপন্থা ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বিধি-নিষেধে বলা হয়েছে, ‘অস্বাভাবিক’ লম্বা দাড়ি রাখা যাবে না এবং জনসম্মুখে বোরকা পরা যাবে না। এছাড়া কোন দরকারে রাষ্ট্রীয় টেলিভিশনে মুখ দেখাতে অস্বীকৃতি জানানো যাবে না।

জিনজিয়াং প্রদেশে প্রায় এককোটি মুসলিম বসবাস করে। এখানে মুসলিম সম্প্রদায়ের বহুদিনের অভিযোগ তারা বৈষম্যের শিকার।

গেলো বছরগুলোতে এ অঞ্চলে রক্তক্ষয়ী সংঘর্ষও হয়েছে। এসব ঘটনার জন্য চীনা সরকার ইসলামি উগ্রবাদি ও বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করছে।

তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে, অশান্তির মূলে রয়েছে রাষ্ট্রের দমনমূলক নীতি। তারা বলছে, নতুন যে পদক্ষেপ নেয়া হলো তাতে দেখা যাবে শেষ পর্যন্ত মুসলিমদের কেউ কেউ চরমপন্থায় জড়িয়ে যাবে।

নতুন আইনে আরও যেসব বিষয়ের উপর নিষেধাজ্ঞা থাকছে সেগুলো হলো-

. রাষ্ট্রীয় শিক্ষা নিতে শিশুদের বাধা দেয়া বা হস্তক্ষেপ করা।

. পরিবার পরিকল্পনা বাস্তবায়নে বাধা দেয়া বা হস্তক্ষেপ করা।

. চরমপন্থী বিষয়বস্তুর সঙ্গে সম্পর্ক আছে এমন কোনো প্রবন্ধ, অডিও বা ভিডিও ডাউনলোড ও প্রকাশ করা।

. রাজ্য সরকারের প্রচারিত রেডিও ও টেলিভিশন অনুষ্ঠানের সঙ্গে সম্পর্ক আছে এমন পণ্য বা সেবা বর্জন করা।

জিনজিয়াংয়ের আইনপ্রণেতারা নতুন এ নিষেধাজ্ঞায় সম্মতি দিয়েছেন এবং তা ওই প্রদেশের ওয়েবসাইটে ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh