• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সাদ্দাম হোসেনের মেয়ের সাক্ষাৎকারে তিন দেশে কূটনৈতিক টানাপড়েন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:২৬
Controversy as Saddam Hussein's daughter appears on TV
সংগৃহীত

দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে হইচই ফেলে দিয়েছেন ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বড় মেয়ে রাগাদ সাদ্দাম হোসেন। সৌদির আল আরাবিয়া টিভিকে এক সাক্ষাৎকার দেয়ার পর বাগদাদ, রিয়াদ ও আম্মানের মধ্যে কূটনৈতিক টানাপড়েনও দেখা দিয়েছে।

সৌদির স্যাটেলাইট চ্যানেল আল আরাবিয়ার সোহাইব চারেইরের একটি প্রোগ্রামে ওই সাক্ষাৎকার দেন ইরাকের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট সাদ্দামের বড় মেয়ে। রাগাদের কাছে চারেইর জানতে চান, ইরাকের রাজনীতিতে তিনি কোনও ভূমিকা রাখতে পারেন কিনা।

ওই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জর্ডান ও সৌদি আরবের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে। টিভি রাগাদের হাজির হওয়ার তীব্র প্রতিবাদ জানায় ইরাক। ২০০৩ সালে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা করার সময় থেকেই জর্ডানের রাজধানী আম্মানে বসবাস করছে রাগাদ।

রাগাদ ইরাকের রাজনীতি শিগিগিরই সরাসরি কোনও ভূমিকা পালনের ইচ্ছা পোষণ করেন কিনা এমনটা জানতে চান চারেইর। জবাবে রাগাদ বলেন, সবকিছু সম্ভব। এসময় তিনি এই অঞ্চলে ইরানের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন। এমনকি ‘ইরাকে সত্যিকারের কোনও শক্তির অভাবে ইরান সুযোগ নিচ্ছে’ বলেও মন্তব্য করেন রাগাদ।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
সৌদিতে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে রাস্তাঘাট
মুসলিম দেশে হয়েও কেন ইসরায়েলের পক্ষ নিল জর্ডান?
‘রূপান্তর’ বিতর্ক নিয়ে ভিডিও বার্তায় যা বললেন জোভান
X
Fresh