• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

সু চির বিরুদ্ধে এবার দুর্যোগ আইনে মামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৩
Aung San Suu Kyi faces second charge by military
সংগৃহীত

মিয়ানমারের নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দ্বিতীয় আরেকটি মামলা দায়ের করেছে সামরিক সরকার। এবার দেশটির প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। তার আইনজীবী খিন মং জ বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনের আওতায় অং সান সু চির বিরুদ্ধে আরেকটি অভিযোগ গঠন করা হয়েছে।

গত ১ ফেব্রুয়ারি সু চি সরকারকে উৎখাত করে সেনাবাহিনী। এরপর তার বাসায় তল্লাশি অভিযান চালিয়ে ওয়াকিটকি উদ্ধার করে সেনাবাহিনী। তখন সু চির বিরুদ্ধে দেশটির আমদানি-রপ্তানি আইনে মামলা করা হয়।

এদিকে মিয়ানমারের সামরিক বাহিনী মঙ্গলবার জানিয়েছে, তারা নির্বাচন আয়োজন এবং ক্ষমতা হস্তান্তর করবে। নির্বাচিত সরকারকে সরিয়ে দেয়া এবং নেতাদের গ্রেপ্তারকে অভ্যুত্থান হিসেবেও মানতে নারাজ সেনাবাহিনী। বরং বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে তারা।

বিক্ষোভকারীদের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থা নেয়া হলে ‘কঠোর পরিণতি’ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতিসংঘের একজন দূত। এরপরই সামরিক অভ্যুত্থান এবং সু চিসহ অন্যান্য নেতাদের গ্রেপ্তারের বিষয়ে সাফাই দিলো সেনাবাহিনী।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh