• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্রিজ থেকে খালে তলিয়ে গেলো বাস, নিহত ৩৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৩
34 Dead As Bus Falls Into Canal In Madhya Pradesh
সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, রাজ্যের সিধি জেলায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছে। যাত্রীবাহী ওই বাসটি ব্রিজ থেকে খালে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি রাজ্যের সাতনা থেকে সিধি জেলায় যাচ্ছিল। রাজ্যের রেওয়া রেঞ্জের আইজি উমেশ জোগা বলেছেন, এ পর্যন্ত তারা ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

সূত্র জানিয়েছে, বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল। বাসটি পুরোপুরি পানিতে তলিয়ে যায়। পরে সেটি টেনে তুলতে বেশ বেগ পেতে হয় উদ্ধারকারীদের। বাসটি পানি থেকে বের করে আনতে তিন ঘণ্টা লেগেছে বলেও জানিয়েছে সূত্র।

সূত্র আরও জানিয়েছে, বাসের চালকসহ অন্তত সাতজন সাঁতার কেটে তীরে আসতে পেরেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রেওয়া, সাতনা, সিঙ্গরাউলির উদ্ধারকারী দলগুলো এই তল্লাশি অভিযানে অংশ নিয়েছে। মারাত্মক এই ‍দুর্ঘটনার পর শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সং চৌহান।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের লোকসভা নির্বাচনে প্রথম ধাপে ভোটদানের রেকর্ড
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভারতে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ভারতের লোকসভা নির্বাচনে আজ ভোটগ্রহণ শুরু 
X
Fresh