• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সৌদির নারী ইসলামিক স্কলার গ্রেপ্তার

আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৯
ফাইল ছবি

সৌদির বিশিষ্ট নারী ইসলামি চিন্তাবিদ ও শিক্ষাবিদ আয়েশা আল ‍মুহাজিরিকে আটক করেছে সে দেশের সরকার।

মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়, মক্কা নগরীতে নিজ বাড়িতে কুরআন অধ্যাপনা অব্যাহত রাখার অভিযোগে তাকে আটক করা হয়।

মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি সরকার বিশিষ্ট নারী ইসলামী স্কলার আল মুহাজিরিসহ দুজন নারীকে আটক করেছে। এদের একজনের বয়স ৮০ বছর। বন্দীর পরিবার তার সম্পর্কে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

আল মুহাজিরির সন্তান ও অন্য যারা বন্দী সম্পর্কে জানতে চাইবে তাদেরকে আটকের হুমকি দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তার সম্পর্কে যারাই জানতে চাইবে তাদের আটক করা হবে।

প্রতিবেদনে আল মুহাজিরিসহ নারী বন্দীদেরকে জেদ্দা শহরের দাহবান কারাগারে রাখা হয়েছে বলে জানানো হয়। এ কারাগারে গত কয়েক বছরে আটক হওয়া ড. সালমান আল আওদাহসহ সৌদির বিশিষ্ট ইসলামী স্কলারদেরও রাখা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh