• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভিতরে ধর্ষণ, প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৩:১১
Rape inside the Australian Parliament, PM apologizes
অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভিতরে ধর্ষণের ঘটনায় প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনা

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের ভিতরে লিবারেল সাবেক স্টাফার ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা ব্রিটানি হিগিনসকে (২৬) ধর্ষণ করার অভিযোগ করেছেন তিনি। খবর অস্ট্রেলিয়ার অনলাইন নিউজ ও বিবিসির।

তিনি দাবি করে বলেন, ২০১৯ সালে সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় অস্ট্রেলিয়ার পার্লামেন্টসহ দেশজুড়ে তোলপাড় চলছে। এ অভিযোগ যেভাবে মোকাবিলা করা হয়েছে সে জন্য বিটানি হিগিনসের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। কিন্তু জবাবে বিট্রানি হিগিনস এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন। অবশ্য প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, ব্রিটানি হিগিনসের অভিযোগে তার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেছে।

আরও পড়ুন :

খবরে বলা হয়, ধর্ষণের শিকার হওয়ার পর ব্রিটানি চাকরি হারানোর ফলে এ বিষয়ে কোনো কথা বলেননি। এ বিষয়ে তিনি যখন সংশ্লিষ্টদের জানিয়েছেন তখন বস পর্যায়ের কারও কাছ থেকে তেমন কোনো সমর্থন পাননি।

সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ব্রিটানি এ নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন। এর ফলে চারদিক হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
আরটিভিতে আজ যা দেখবেন
ইসরায়েলে ইরানের হামলা : প্রভাব মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ
ঈদের সপ্তম দিন আরটিভিতে যা দেখবেন
X
Fresh