• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেসবুকে সন্তান বিক্রির বিজ্ঞাপন দিলেন অসহায় বাবা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৩৫
Egypt man arrested for advertising infant son for sale on Facebook
প্রতীকী ছবি

১০ বছর আগে আরব বসন্ত অনেক কিছুই বদলে দিয়েছে। কোনও কোনও দেশে সরকার পরিবর্তিত হয়েছে। কিন্তু জীবনমান এতটাই নেমে গেছে যে, অনেকে দুবেলা দুমুঠো খাবারও যোগাড় করতে পারছে না। তাই বাধ্য হয়ে বিভিন্ন উপায়ে বেঁচে থাকার চেষ্টা করছেন তারা।

তেমনই এক ঘটনা ঘটেছে মিশরে। দেশটিতে এক ব্যক্তি তার আর্থিক অসহায়ত্বের কারণে নিজের শিশু সন্তান বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছে। একটা নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নিজের ছেলে সন্তানকে বিক্রির বিজ্ঞাপন দেন ওই ব্যক্তি। এ ঘটনায় মিশরের কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মিশরের একটি স্থানীয় গণমাধ্যম আল ইয়ুম আল সাবেয়া জানিয়েছে, দেশটির গিজায় একটি কাঠের দোকান রয়েছে ওই ব্যক্তির। ওই ব্যক্তির অনলাইন কর্মকাণ্ড মনিটর করার পর কর্তৃপক্ষ এক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে নিরাপত্তা বাহিনী।

নিজের সন্তানকে বিক্রি করতে চেয়ে ফেসবুকে পোস্ট দেন ওই ব্যক্তি। কর্তৃপক্ষকে ওই ব্যক্তি জানিয়েছে, আর্থিক কষ্টের জন্য নিজের সন্তানকে বিক্রি করতে চেয়েছিলেন। এই বিজ্ঞাপন দেয়ার পর আগ্রহী ক্রেতারা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগও করেছিল।

২০১১ সালের জনপ্রিয় এক বিপ্লবের মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট হুসনি মোবারককে ক্ষমতাচ্যুত করে মিশরের সাধারণ মানুষ। তবে এ ঘটনার পরম্পরায় আরব বিশ্বের সবচেয়ে জনবহুল দেশটিতে যে আর্থিক ধস দেখা দেয়, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং নিরাপত্তা ইস্যুর কারণে তা আর ঘুরে দাঁড়াতে পারেনি।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘যত জঙ্গি গ্রেপ্তার করেছি, একজনও মাদরাসার ছাত্র নন’
হুন্ডির মাধ্যমে তিন মাসে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫
ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুকে মনের কথা লিখলেও তুলে নিয়ে যায় : মির্জা ফখরুল
X
Fresh