• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অভিশংসন থেকে রেহাই পেয়েই ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:১০
Trump's explosive remarks after being acquitted in the impeachment
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসন হওয়ার দ্বিতীয় প্রস্তাবে খালাস পেয়েছেন। শনিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এদিকে সিনেট অভিশংসন থেকে রেহাই পাওয়ার পরই নিজের পক্ষে আরও একবার সাফাই গাইলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন আন্দোলন মাত্র শুরু হলো। তার কথায়, তিনি ছাড়া আর কোনও প্রেসিডেন্টকে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়নি। এখনও অনেক কাজ করার বাকি এবং শিগগিরই আমরা আমেরিকার উজ্জ্বল ও সীমাহীন ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনা নিয়ে হাজির হবো।

এর আগে মার্কিন সিনেটে ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রস্তাবের ওপর ভোট হয়। ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় উস্কানি দেয়ার অভিযোগ ছিল। অভিশংসনের জন্য উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৫৭টি এবং বিপক্ষে ভোট পড়েছে ৪৩টি। এজন্য বেঁচে গিয়েছেন ট্রাম্প। কেননা নিয়ম অনুযায়ী কোনও প্রেসিডেন্টকে অভিশংসন করতে ৬৭ ভোট প্রয়োজন হয়।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার স্বাগতাকে নিয়ে প্রাক্তন স্বামীর বিস্ফোরক মন্তব্য
শিল্পী সমিতির নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য ইলিয়াস কাঞ্চনের
প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নিকি হ্যালি
‘আস্থার আস্তানা’য় মাহি, স্বামী রকিবের বিস্ফোরক মন্তব্য
X
Fresh