• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

জাতিসংঘে ৩০০ এমপির চিঠি, তোপের মুখে মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:০৯
জাতিসংঘে ৩০০ এমপির চিঠি, তোপের মুখে মিয়ানমার
ছবি: সংগৃহীত

মিয়ানমারে অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। এদিকে দেশটির সেনাবাহিনী মানবতা লঙ্ঘন করে বিক্ষোভরতদের উপর গোলাবারুদ ছুড়ছে বলেও গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছে। মিয়ানমারে এমন পরিস্থিতিতে পার্লামেন্টের সদস্যরা সেনাবাহিনীর মানবতা লঙ্ঘন অপরাধের বিষয়ে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছেন জাতিসংঘকে। দেশটির ৩০০ জন এমপির স্বাক্ষরিত একটি চিঠিতে জাতিসংঘকে এই আহ্বান জানানো হয়েছে।

মিয়ানমারে আগের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে সাধারণ মানুষ এখনো সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছেন। জান্তা সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে এ সরকারের পতন ঘটানোর মাধ্যমে গণতন্ত্রকে ফেরানোর চেষ্টা করছেন। এ সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য চীনসহ অন্যান্য দেশের দূতাবাস কেন্দ্রেও বিক্ষোভ করছেন সাধারণ মানুষ।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের অনুরোধের জন্য এক বিশেষ অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কাউন্সিলে ‘মিয়ানমারে নির্বিচারে আটকদের মুক্তি দেয়া ও নির্বাচিত সরকারকে পুনরায় প্রতিষ্ঠার জন্য দাবির প্রস্তাব গৃহীত হয়।

এর আগে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক উপ-হাইকমিশনার নাদা আল-নাশিফ বলেন, সমগ্র বিশ্ব এখন দেখছে মিয়ানমারের ঘটনা। সেখানে অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্টসহ সাড়ে তিন শতাধিক গুরুত্বপূর্ণ মানুষকে নির্বিচারে আটক করা হয়েছে। তাদের শিগগিরই মুক্তির জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান রইল।

এদিকে মিয়ানমার সেনাবাহিনীর প্রধান দেশটির মানুষদের আন্দোলনকে বিবেকবর্জিত আখ্যা দিয়ে সরকারি সকল কর্মকর্তাকে কাজে যোগ দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সূত্র : এনপিআর

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মালয়েশিয়ায় শোষণের শিকার হচ্ছেন বাংলাদেশি শ্রমিকরা
পালিয়ে আসা ২৮৫ সীমান্তরক্ষীকে ফেরত নিচ্ছে মিয়ানমার
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
X
Fresh