• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

যুক্তরাষ্ট্রে ১০০ গাড়ির সংঘর্ষে নিহত ৫ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১২ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৮
At least 5 dead in 100-car pileup in Texas
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থ শহরের একটি মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রায় ১০০ গাড়ির সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত এবং আরও ৩৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে মারাত্মক এই সড়ক দুর্ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্রে বেশ কয়েকদিন ধরেই খারাপ আবহাওয়া বিরাজ করছে। তুষারপাত ও তুষার ঝড়ের ঘটনা ঘটছে দেশটিতে। এর ফলে দেশটিতে সড়ক দুর্ঘটনার পরিমাণ বেড়েছে। ফোর্ট ওর্থ শহরে ওই দুর্ঘটনা ছাড়াও আরও কয়েক জায়গা সড়ক দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ‘বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের মানুষ তো দূরের কথা একটা পাখিও ঢুকতে পারবে না’

ডালাস-ফোর্ট ওর্থ মহাসড়ক এবং অস্টিন এলাকার বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফোর্ট ওর্থের পুলিশ কর্মকর্তা ড্যানিয়েল সেগুরা বলেছেন, ফোর্ট ওর্থের আই-৩৫ডব্লিউ মহাসড়কে প্রায় এক মাইল এলাকাজুড়ে ৭৫-১০০টি গাড়ির সংঘর্ষ হয়।

টুইটারে ফোর্ট ওর্থ পুলিশ এক পোস্টে জানিয়েছে, মহাসড়কে দুর্ঘটনার পর গাড়িগুলোকে এখন বিকল্প রাস্তা ব্যবহার করতে হচ্ছে। ফোর্ট ওর্থ ফায়ার মুখপাত্র মাইক দ্রিভদাল বলেছেন, আমরা প্রতিটি গাড়ি খুঁজে দেখছি। যদি কেউ আটকা পড়ে থাকেন তাদের বের করার চেষ্টা করছি।

আরও পড়ুন :

দুর্ঘটনার পরও ওই এলাকায় আবহাওয়ার কোনও উন্নতি হয়নি। সেখানে ঝিরি ঝিরি বৃষ্টিপাত হয়েছে। তুষারপাতও হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ফোর্ট ওর্থের উত্তরে এক ইঞ্চির এক-দশমাংশ বরফের আস্তরণ পড়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়ক দুর্ঘটনায় বছরে ক্ষতি ২৫ হাজার কোটি টাকার বেশি : বিআরটিএ
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
ঈদযাত্রায় সড়কে ঝরল ৪০৭ প্রাণ
স্বামীর মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল স্ত্রীর
X
Fresh