• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মিয়ানমারের সঙ্গে সকল সম্পর্ক স্থগিত করলো নিউজিল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৫
জেসিন্ডা আরডার্ন

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতা গ্রহণের কারণে দেশটির সাথে সামরিক ও উচ্চ পর্যায়ের রাজনৈতিক সম্পর্ক স্থগিত করেছে নিউজিল্যান্ড।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স এর খবরে বলা হয়, প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন আরও বলেছেন, খুব তাড়াতাড়ি মিয়ানমার সেনাবাহিনীর নেতাদের নিউজিল্যান্ডে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এছাড়া মিয়ানমারে চলমান নিউজিল্যান্ডের সহায়তা কর্মসূচিগুলোর কোনোটিই সে দেশের সেনাবাহিনীকে সমর্থন করবে না।

একই বিষয় নিয়ে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা পৃথক বিবৃতিতে জানান, তারা মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের বৈধতা স্বীকার করে না। মিয়ানমার সেনাবাহিনীর হাতে আটক সব রাজনৈতিক নেতাদের মুক্তির দাবি জানিয়ে অবিলম্বে দেশটিতে বেসামরিক শাসন পুনরুদ্ধারের আহ্বান জানান।

জিএম / এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা
নিউজিল্যান্ড সিরিজে অনিশ্চিত বাবর আজম
নিউজিল্যান্ড সিরিজের জন্য নতুন কোচ পেলেন বাবর-রিজওয়ানরা
চাকরি দিচ্ছে সেনাবাহিনী, আবেদন অনলাইনে
X
Fresh