• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

আবারও মসজিদ বন্ধ করতে পারে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৪
Mosques in Saudi Arabia could close again
সংগৃহীত

সৌদি আরবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলছে। কিন্তু তারপরও করোনার বিস্তার থামানো যাচ্ছে না। এমতাবস্থায় দেশটির একজন সিনিয়র মন্ত্রী সৌদি আরবের সব মসজিদ আবারও বন্ধ করে দেয়া হতে পারে বলে জানিয়েছেন। খবর গালফ নিউজের।

করোনার বিস্তার রোধে গত সপ্তাহে বেশ কিছু বিধিনিষেদ আরোপ করে সৌদি সরকার। এরই অংশ হিসেবে ২০টি দেশের সঙ্গে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এরপরও মসজিদ বন্ধ করে দেয়ার মতো কঠোর সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সৌদি।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটিতে ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চারজনের। সব মিলিয়ে দেশটিতে এ পর্যস্ত ৩ লাখ ৬৯ হাজার ৫৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৯৩ জনের।

আরো পড়ুন... লটারি পদ্ধতিতেই ভিসার ব্যবস্থা চালু থাকছে যুক্তরাষ্ট্রে

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আবদুললতিফ বিন আব্দুলআজিজ বলেছেন, যদি মসজিদ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরা দ্বিধা করবো না।

তিনি বলেন, মসজিদের বিষয়ে যেকোনো সিদ্ধান্তের জন্য স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক সংস্থা কাউন্সিল অব সিনিয়র স্কলারসের সঙ্গে সমন্বয় করে তার মন্ত্রণালয়।

করোনার বিস্তার রোধে গত মে মাসে মসজিদ বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার। দুই মাস বন্ধ থাকার পর আবারও মসজিদ খুলে দেয় তারা। তবে এখন আবারও মসজিদ বন্ধে কথা বলছে সৌদি সরকার।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যবসায়ী নেতার মৃত্যুতে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বন্ধ
হাসপাতালে সৌদি বাদশাহ
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল প্রতিবন্ধী নারীর
X
Fresh