• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতিসংঘ মিশনে স্বাধীনতা দিবস উদযাপন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৯ মার্চ ২০১৭, ১৯:৩১

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে পালিত হলো মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৭। মঙ্গলবার মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতিসংঘ সদর দপ্তরে কূটনীতিকদের সম্মানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত, কিউবা, চীন, কুয়েত, মিশর, আলজেরিয়া, শ্রীলংকা, ইতালী, ফ্রান্স, বেলজিয়ামসহ জাতিসংঘে নিযুক্ত বিভিন্ন দেশের স্থায়ী মিশনের দু’শতাধিক কূটনীতিক।

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, তার সহধর্মিনী ফাহমিদা জাবিন ও মিশনের উর্দ্ধতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাসুদ বিন মোমেন বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের আত্মপরিচয় অর্জনের দিন। এসময় তিনি মহান মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুদের সহযোগিতার কথাও কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার স্বাধীনতার সুফল বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং ২০৪১ সালের মধ্যে উন্নতসমৃদ্ধ দেশে পরিণত করা।



এফএস/এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh