• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

অস্ট্রেলিয়ার জাতীয় দিবস নিয়ে তথ্যচিত্রে আদ্রিতা আকাশ

অস্ট্রেলিয়া প্রতিনিধি

  ২৯ জানুয়ারি ২০২১, ১৭:০৮
Adrita Akash in the documentary about the National Day of Australia

সিডনির একটি বাংলাদেশি রেস্টুরেন্টে গত ২৫ জানুয়ারি প্রকাশিত হলো তথ্যচিত্র ‘What is Australia Day?’। ‘রেমন্ড সালোমন প্রোডাকশন এর ব্যানারে নির্মিত এ তথ্যচিত্রটি অস্ট্রেলিয়ার জাতীয় দিবস নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা বিতর্কটিকে আরও একবার জোরেশোরে সামনে নিয়ে এসেছে।

২৬ জানুয়ারি ১৭৮৮। এই দিনেই অস্ট্রেলিয়ান সৈকতে ব্রিটিশ নৌবহর প্রথম নোঙর ফেলে। সেই ইংরেজ অভিযাত্রীদের আগমনের সাথে সাথে নেমে আসে এই ভূমির আদিমানবের সুপরিকল্পিত হত্যা আর ধ্বংসযজ্ঞ। ২৬ জানুয়ারি দিনটি অস্ট্রেলিয়া দিবস হিসেবে উদযাপন করা এবং কয়েক শতাব্দী ধরে চলা অস্ট্রেলিয়ার আদিবাসীদের ওপর নির্যাতন-নিপীড়নের সূত্রপাতের স্মৃতি জাতি হিসেবে আমাদের বিভাজিত করে রেখেছে। এই মতানৈক্য অস্ট্রেলিয়ার জাতিসত্ত্বার ঠিক হৃদয়ে গিয়ে আঘাত করে। আর এই কারণেই মানুষ হিসেবে আমাদের বিবেক প্রশ্ন করে, অস্ট্রেলিয়া দিবস আসলে কী? এই মতানৈক্যকে নৈতিকতার আলোকে সকলের সামনে তুলে ধরার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র “What is Australia Day?”

শতাব্দীর পর শতাব্দী ধরে সহস্র নিপীড়নের শিকার অস্ট্রেলিয়ান আদিবাসীদের স্মৃতির সম্মানে নিবেদিত ইংরেজি ভাষার এই তথ্যচিত্রটির প্রযোজক ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ অস্ট্রেলিয়া। রচনা ও পরিচালনা করেছেন রেমন্ড সালোমন। অভিনয় করেছে আদ্রিতা আকাশ। মাত্র ৭ বছরের এই শিশুটির দুর্দান্ত অভিনয় ছিল পুরো চিত্রটির মূল আকর্ষণ। অনবদ্য অভিনয় করে আদ্রিতা মূলধারার কম্যুনিটিতে বেশ সাড়া ফেলে দিয়েছে। সিনেমাটোগ্রাফি এবং সম্পাদনা করেছেন

সিডনির সুবিখ্যাত চিত্রগ্রাহক শিমুল শিকদার। এছাড়া আরও যারা অবদান রেখেছেন তাদের মধ্যে রয়েছেন; সহকারী পরিচালক: ফাহাদ আসমার, কথক: জেমস ইংলান্ড, আবহসঙ্গীত: নাফিসা শামা প্রভা, স্থিরচিত্র: কে দে আকাশ, সংগীত আয়োজক: ক্র্যাশ সিম্ফনি প্রোডাকশনস, গ্রাফিক ডিজাইন: ইদা স্টয়চেভা, সাজ-সজ্জা: বাংলা হেয়ার অ্যান্ড বিউটি স্টুডিও, সহকারী প্রযোজক: জেনিফার ল্যাটু, স্টুডিও: স্টুডিও ইন দ্য মিল, পরিকল্পনা সহযোগিতা: পিঙ্ক ক্রিয়েটিভ লিমিটেড ও প্রযোজনা তত্ত্বাবধায়ক: রিয়াজ আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েন্ডি লিন্ডসে এমপি অনুষ্ঠানটির আয়োজন এবং সার্বিক তত্বাবধান করেছেন সাবেক কাউন্সিলর জনাব শাহে জামান টিটু

তথ্যচিত্রটি ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ অস্ট্রেলিয়া এর ফেসবুক পেইজে প্রকাশ করার পর সেখানে পক্ষে-বিপক্ষে শত শত মন্তব্য জমা পড়তে থাকে। ফেসবুক লিঙ্ক: https://www.facebook.com/immigrationandcitizenshipaustralia/videos/1079679942506120

পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বিসিবির
চট্টগ্রাম টেস্ট রেখে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন হাথুরুসিংহে
ঐতিহাসিক সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা
বাহরাইনে স্বাধীনতা ‍দিবস উদযাপন
X
Fresh