• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ক্যামেরুনে বাস-ট্রাক সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ৫৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৮ জানুয়ারি ২০২১, ১৫:৩১
53 dead in Cameroon crash involving bus and truck
সংগৃহীত

ক্যামেরুনের পশ্চিমাঞ্চলে বুধবার একটি বাস ও জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। ওই অঞ্চলের গভর্নর আওয়া অগাস্টিন বলেছেন, সংঘর্ষের পর দুটি গাড়িতেই আগুন ধরে যায়। খবর আফ্রিকা নিউজের।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নিহতদের চিহ্নিত করা যায়নি কারণ তারা সবাই পুড়ে গেছে। ওই ঘটনায় আও ২৯ জন গুরুতর আহত হয়েছে বলেও জানান তিনি।

কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে অগাস্টিন বলছেন, প্রাথমিকভাবে তারা জানতে পেরেছেন যে ‘কুয়াশার’ কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এছাড়া ওই গাড়িটির ব্রেকেও সমস্যা ছিল বলে জানান তিনি।

দাসচ্যাঙ্গের পাহাড়ি রাস্তায় স্থানীয় সময় বুধবার ভোর ৩টা ৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ৭০ আসনের বাসটি সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। দাসচ্যাঙ্গের এই এলাকা চালকদের জন্য বিপজ্জনক হিসেবে পরিচিত।

গত বছরের ডিসেম্বর মাসে ক্যামেরুনে এমনই এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছিল। নিহতদের মধ্যে ১০ জন নারী ও চারজন শিশুও ছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪১তম বিসিএসে ২ হাজার ৪৫৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৫
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪
আরও ৫৩ জনের শরীরে করোনা
X
Fresh