• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

রিয়াদে হামলার দায় স্বীকার করলো ইরাকি সংগঠন

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২১, ১৮:২১
ফাইল ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদের ওপর ক্ষেপণাস্ত্র বা ড্রোন দিয়ে হামলার চেষ্টার দায় দায়িত্ব স্বীকার করেছে ইরাকের আল-ওয়াদা আল-হাক ব্রিগেড নামে একটি সংগঠন।

গত বৃহস্পতিবার রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলার ঘটনায় হতাহতের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

পার্সটুডের খবরে বলা হয়, আজ রোববার সকালের এক বিবৃতিতে আল-ওয়াদা আল-হাক ব্রিগেড জানায়, বাগদাদে বোমা হামলার পর তারা সৌদি আরবের রাজধানীতে হামলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল, ড্রোনের সাহায্যে এই হামলার মাধ্যমে তা পূর্ণ করা হয়েছে।

আলা ওয়াদা ব্রিগেড বলেছে, এটি সৌদি আরবের বিরুদ্ধে তাদের অভিযান শুরু মাত্র, সৌদি ও আবু ধাবির যুবরাজ যদি হামলা অব্যাহত রাখেন তাহলে পাল্টা হামলাও চলবে। দুবাইয়ে তাদের শয়তানি ঘাঁটিতেও হামলা চালানো হবে বলে সতর্ক করেছে সংগঠনটি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরায়েলকে সহায়তা প্রসঙ্গে যা জানাল সৌদি আরব
কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ
ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন
ইতিহাস গড়লো সৌদি আরবের সিনেমা
X
Fresh