• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ইরাকে আইএসের হামলায় ১১ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২১, ১১:১৯

ইসলামিক স্টেট (আইএস) এর হামলায় অন্তত ১১ জন যোদ্ধা নিহত হয়েছেন ইরাকে। এছাড়াও আহত হয়েছেন আরও ১০ জন। সালাদিন প্রদেশের তিকরিতের পূর্বদিকে এ হামলা চালানো হয়।

শনিবার (২৩ জানুয়ারি) এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বাহিনী হাশেদ আল-শাবি।

এ হামলায় হালকা অস্ত্র ব্যবহার করেছে আইএস সদস্যরা। ওই অঞ্চলে অন্ধকারাচ্ছন্ন সময়ে অতর্কিতভাবে হামলা চালায় তারা। কিন্তু এ হামলার দায়ভার এখনো স্বীকার করে নেয়নি আইএস।
হাশেদের ইউনিট কর্মকর্তা আবু আলী আল-মালিকী জানিয়েছেন, হাশেদ বিগ্রেড-২২ এর উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে আইএস। এতে ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন। নিহতদের মধ্যে বিগ্রেড কমান্ডার রয়েছে। হামলার পর সেখানে সৈন্য পাঠানো হয়।

২০১৭ সাল থেকে ইরাক দাবি করছে তারা আইএসকে পরাজিত করেছে। তারপরও দেশটির বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই জিহাদি গ্রুপ। দেশটির পাহাড়ি ও মরুভূমি এলাকার কথা উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে। ২০১৪ সাল থেকে আইএস এর বিরুদ্ধে লড়াই করার জন্য স্থানীয় বাহিনীকে সহায়তা করছে যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত কোয়ালিশন বাহিনী। এছাড়াও তারা ইরাকের সৈন্যদের প্রশিক্ষণ, তত্ত্বাবধান ও নজরদারি এবং আকাশ পথে জঙ্গিবাদ বিরোধী সকল অভিযান পরিচালনাতেও সহায়তা করছে।

এদিকে দুদিন আগে ইরাকের রাজধানী বাগদাদে জোড়া আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৩২ জনের প্রাণহানি হয়। আর এবার আইএস এর হামলায় নিহত হলেন ১১ জন। সূত্র : আল-জাজিরা

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান এতগুলো ক্ষেপণাস্ত্র ছুড়বে কল্পনাও করেনি ইসরায়েল
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
যত টাকা চুক্তিতে সালমানের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা
ইসরায়েলের বিরুদ্ধে ইরান একাই যথেষ্ট : চীন
X
Fresh