• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মিসাইল হামলা প্রতিহত করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২১, ১৭:০১
Missile or drone intercepted over Riyadh
ফাইল ছবি

সৌদি আরব শনিবার জানিয়েছে, দেশটির রাজধানী রিয়াদে একটি মিসাইল বা ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে তারা। গত কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবে ধারাবাহিকভাবে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। খবর খালিজ টাইমসের।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যে ভিডিও পোস্ট করেছেন, তাতে দেখা গেছে- রিয়াদের আকাশের ওপর একটি বিস্ফোরণ হয়েছে। সৌদি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সেটা মিসাইল হামলা ছিল।

হুথি বিদ্রোহীরা তাৎক্ষণিকভাবে রিয়াদকে লক্ষ্য করে একটি মিসাইল বা ড্রোন হামলার বিষয়টি স্বীকার করেনি।

২০১৪ সালের সেপ্টেম্বর থেকে ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা। ২০১৫ সালের মার্চ মাসে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি আরব এবং তার মিত্ররা।

পশ্চিমা বিশেষজ্ঞ, সৌদি আরব এবং ‍যুক্তরাষ্ট্র বলছে, হুথিদের ব্যালিস্টিক মিসাইলসহ অস্ত্র সরবরাহ করছে ইরান। তবে ইরান এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওমরাহ যাত্রীদের জন্য নতুন নির্দেশনা সৌদির
বাংলাদেশের জ্বালানি খাতে ১৪০ কোটি ডলার বিনিয়োগ সৌদির
সৌদি আরবে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
ঈদে সৌদিতে টানা ৬ দিনের ছুটি
X
Fresh