• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

মা হয়ে বিজ্ঞানীদের অবাক করে দিল মাছটি

আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২১, ১৬:২৭
আরটিভি নিউজের সংগৃহীত ছবি ##Rtv #Rtv_online #rtv_update #rtv_News #Breaking #Rtv_Breaking #Rdc
আরটিভি নিউজের সংগৃহীত ছবি

পুরুষ সঙ্গী ছাড়াই মা হলো বিরল প্রজাতির ডে মাছ। যার রহস্য খুঁজে পাচ্ছে না বিজ্ঞানিরা। তারা বলছেন প্রকৃতিকে বোঝা মানুষের পক্ষে কখনই হয়তো সম্ভব হবে না। আর সেটা প্রমাণ করে দিল বিরল প্রজাতির এই রে মাছ।

সম্প্রতি নিউ জিল্যান্ডের অকল্যান্ডের এই খবর বিজ্ঞানীদেরও অবাক করেছে। কোনও পুরুষ সঙ্গীর সংস্পর্শ ছাড়াই গর্ভবতী হয়েছে রে মাছ।

এবিষয়ে বিজ্ঞানীরা জানিয়েছেন, দুই বছর ধরে রে মাছ গুলো কোনও পুরুষ সঙ্গীর সংস্পর্শে যায়নি। তবুও তারা মা হয়েছে। কী করে সম্ভব! যে দুটি মাছ গর্ভবতী হয়েছে তারা ঈগল রে প্রজাতির। অকল্যান্ডে একটি অ্যাকোয়ারিয়াম-এ ওই দুটি মাছকে রাখা হয়েছিল। দুটি মাছ দুটি করে বাচ্চার জন্ম দিয়েছে।

নিউ জিল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাটমোসফেরিক রিসার্চ-এর কর্মী এডেল ডিউটিলয় জানিয়েছেন, ব্যাপারটা পার্টিনাংগনেসিস হতে পারে। অর্থাৎ, একই মাছের শরীরে পুরুষ ও স্ত্রী, দুই লিঙ্গের বৈশিষ্ট্য বর্তমান। এমন ঘটনা অবশ্য প্রথমবার লক্ষ্য করেছেন বিজ্ঞানীরা। এমনিতে ঈগল রে প্রজাতির মাছ আক্রমণাত্মক হয়।

সূত্র: জি নিউজ

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাইক্ষ্যংছড়ি দিয়ে রাতে বাংলাদেশে ঢুকল বিজিপির ৫০ সদস্য
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
ভারতে মাওবাদী নেতাসহ নিহত ২৯
ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সুখবর
X
Fresh