• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিশ্বের সবচেয়ে ছোট মসজিদের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২৩ জানুয়ারি ২০২১, ১২:৫৪
World’s ‘Smallest Mosque’ of Ancient Era
সংগৃহীত

স্থাপত্য ও নির্মাণ শৈলীর জন্য আজও মানুষের কাছে আকর্ষণীয় স্থান হচ্ছে বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ। মীর মাহমুদ সাহেব মসজিদটি ভারতের তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদে অবস্থিত।

মসজিদটির দৈর্ঘ্য মাত্র ৯.২ ফুট বাই ১২ ফুট অর্থাৎ মাত্র ১১০ স্কয়ার ফুট। এই মসজিদে একসঙ্গে পাঁচজন নামাজ পড়তে পারেন।

হায়দরাবাদ নিউজ জানিয়েছে, এজন্যই মীর মাহমুদ সাহেব মসজিদকে বিশ্বের সবচেয়ে ছোট মসজিদ হিসেবে বর্ণনা করা হয়।

মসজিদটি মীর আলম ট্যাংকের পাশে পাহাড়ের ওপর অবস্থিত। প্রকৃতির মাঝে সুন্দর এই মসজিদটি একজন সুফিসাধকের নামে নামকরণ করা হয়েছে। ১৬ শতকে আব্দুল্লাহ কুতুব শাহের শাসনামলে ইরাক থেকে ভারত এসেছিলেন ওই সুফিসাধক।

পাথরের তৈরি মসজিদটিতে মাত্র একটি খিলান এবং দুটি মিনার রয়েছে। তাই ছোট এই মসজিদটিতে একসঙ্গে মাত্র পাঁচজন মানুষ নামাজ আদায় করতে পারেন।

তবে বিশ্বের সবচেয়ে ছোট এই মসজিদে এখন আর নামাজ হয় না।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাতাসেই ভেঙে পড়ল সেতু
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
ভারত-পাকিস্তান সিরিজ প্রসঙ্গে রোহিতের সঙ্গে সুর মেলালেন আফ্রিদি
X
Fresh