• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভারতের কর্ণাটকে শক্তিশালী বিস্ফোরণে ভূমিকম্প, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২১, ১১:৪৬
Explosion kills 8 in Karnataka
সংগৃহীত

ভারতের কর্ণাটকের শিবমোগায় জোরালো বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে ওই এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ করেই জোরালো বিকট শব্দে কেঁপে উঠে এলাকা। এসময় ওই এলাকায় ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। খবর আনন্দবাজারের।

স্থানীয় এক বাসিন্দা বলেছেন, হঠাৎ করে ঘরবাড়ি সব দুলে উঠে। প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। পুলিশ মনে করছে আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনও পাথর খনিতে বিস্ফোরণ হয়েছে। পুরো এলাকা বন্ধ করে দেয়া হয়েছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনুরাধা জানিয়েছেন, শিবমোগা এলাকা থেকে ৫-৬ কিলোমিটার দূরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজনের মৃত্যু হয়েছে। এদিকে পুলিশের এডিজি রেড্ডি জানিয়েছেন, ঘটনাস্থলের পাশে একটি ট্রাক দেখতে পাওয়া গেছে। তবে এটা স্পষ্ট নয় যে ওই ট্রাকে কোনও বিস্ফোরক ছিল বা ট্রাকটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না।

এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে নিহতদের কাউকে চিহ্নিত করা যায়নি।

এসআর/এ

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh