• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ইরাকে জোড়া বোমা হামলায় নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২১, ১৬:৫০
Twin suicide attack kills 20 in Iraq
সংগৃহীত

ইরাকের রাজধানী বাগদাদের ব্যস্ত একটি বাণিজ্যিক সড়কে বিরল আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। কয়েক মাস তুলনামূলকভাবে শান্ত থাকার পর এই হামলার ঘটনা ঘটলো। খবর আল জাজিরার।

বাগদাদ অপারেশন্স কমান্ডের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাজেম আল-আজ্জাউয়ি ইরাক নিউজ এজেন্সিকে (আইএনএ) বলেছেন, তায়ারান স্কয়ারের কাছে বাব আল-শারজি এলাকার জনাকীর্ণ একটি মার্কেটে ওই ‘জোড়া বোমার বিস্ফোরণ’ ঘটে। এই হামলায় আরও ৭৩ জন আহত হয়েছে।

মেডিকেল সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ঘোষিত সংখ্যার চেয়ে মৃতের সংখ্যা দ্বিগুণ হতে পারে বলে তারা আশঙ্কা করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভয়াবহ এই হামলার পর শহরজুড়ে মেডিকেল টিমকে মাঠে নামানো হয়েছে।

সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহইয়া রাসুল বলেছেন, নিরাপত্তা বাহিনী ধাওয়া করলে দুজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান। ঘটনাস্থলে থাকা এএফপির একজন সাংবাদিক বলেছেন, সেখানে বিস্ফোরণ ঘটেছে, সেখানে সেকেন্ড হ্যান্ড কাপড় বিক্রি হতো।

ইরাকে ২০০৩ সালে মার্কিন হামলার পর দেশটিতে পরবর্তী কয়েক বছর ধরে সহিংস সাম্প্রদায়িক হামলা ঘটে। তবে গত কয়েক বছরে রাজধানীতে আত্মঘাতী বোমা হামলার ঘটনা অনেকটা কমে আসে। সবশেষ ২০১৯ সালের জুনে এ ধরনের হামলার ঘটনায় কয়েকজন নিহত হয়েছিল।

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরাক থেকে সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ইরাক ও সিরিয়ায় হামলা চালালো যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক মিশন বন্ধের ঘোষণা ইরাকের
X
Fresh