• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন কমলা হ্যারিস

আন্তর্জাতিক ডেস্ক

  ২০ জানুয়ারি ২০২১, ২৩:৩৯
কমলা হ্যারিস

কিছুক্ষণ আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন কমলা হ্যারিস। তাকে শপথ-বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমেয়র। বুধবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১১টায় নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস প্রথমে শপথ গ্রহণ করেন এবং তারপর শপথ নেন প্রেসিডেন্ট জো বাইডেন।

কমলা হ্যারিসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের বিষয়টি এক ঐতিহাসিক ঘটনা। কেননা, তিনি একজন কৃষ্ণাঙ্গ এবং এশীয় বংশোদ্ভূত নারী। এর আগে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ৪৮ জনই ছিলেন পুরুষ।

সদ্য অনুষ্ঠিত হওয়া নির্বাচনে জয়ী হওয়ার পর কমলা হ্যারিস বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমি হয়তো প্রথম নারী। যে সকল ছোট নারী-শিশু এ অনুষ্ঠানটি দেখছেন তারা এটা দেখছে যে আমেরিকা এক সম্ভাবনার দেশ।

শপথ নেওয়ার আগ মুহূর্তে সোশাল মিডিয়া টুইটে এক বার্তায় তার আগে যে সকল নারী এসেছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং বলেছেন, তাদের কাঁধের ওপরেই দাঁড়িয়ে আছি আমি।

সূত্র : বিবিসি বাংলা

এসআর/এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh