• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভারতের ভূমিতে চীনের নতুন গ্রাম তৈরির অভিযোগ  

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২১, ১৯:৪৯

অরুণাচল প্রদেশে ভারত-চীন বিতর্কিত সীমানায় বড় পরিসরে গ্রাম তৈরি করেছে চীন। স্যাটেলাইটের ছবিতে দেখা যায়, সীমান্ত ঘেঁষে সুজ্জতি গ্রাম তৈরি করা হয়েছে। অথচ ২০১৯ সালেও সেখানে কোনও বসতী ছিল না।

এনডিটিভির খবরে বলা হয়, সীমান্ত রেখার নিয়ম ভঙ্গ করে ভারতীয় এলাকায় ঢুকে গ্রাম তৈরি করেছে চীনা সেনারা। এ নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে।

তাসরি চু নদীর তীরে বানানো ওই গ্রামে প্রায় ১০১টি ঘর তৈরি করেছে চীনা সেনাবাহিনী। স্যাটেলাইটের ছবিগুলো এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

ছবিতে দেখা যায়, ২০১৯-এর ছবিতে জঙ্গলাকীর্ণ নদীর তীরে জনবসতির কোনও বসতী ছিল না। একই জায়গায় ২০২০ সালের ১ নভেম্বরের ছবিতে পুরো একটি গ্রাম দেখা যাচ্ছে। ভারতের দাবি, ওই এলাকার অবস্থান এলএসি-র অন্তত সাড়ে ৪ কিলোমিটার ভারতীয় ভূখণ্ড।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, গত কয়েক বছরে চীন নিয়ন্ত্রণ রেখা বরাবর পরিকাঠামো তৈরি করে চলছে। সম্প্রতি কিছু প্রমাণ পাওয়া গেছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিরের পিঠে স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে নদীতে অবমুক্ত
সাত দিন বিঘ্ন হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইটের কার্যক্রম
যে কারণে কক্সবাজার যাচ্ছেন সব রাষ্ট্রদূত
যে কারণে ১০ রাষ্ট্রদূতকে ঢাকায় ডেকে আনছে সরকার
X
Fresh