• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পারস্য উপসাগর দিয়ে ইসরায়েলে উড়ে গেল মার্কিন বোমারু বিমান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২১, ১৩:০৭
A US bomber has flown into Israel via the Persian Gulf
মার্কিন বি-৫২এইচ স্ট্যাটোফোর্টেস বোমারু বিমান

পারস্য উপসাগরের ওপর দিয়ে পরমাণু বোমা বহনে সক্ষম মার্কিন বি-৫২ বোমারু বিমান উড়ে এলো ইহুদিবাদী দেশ ইসরায়েলে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র উত্তেজনার মধ্যেই রোববার (১৭ জানুয়ারি) সামরিক শক্তির একটি প্রদর্শনীতে মার্কিন বি-৫২এইচ স্ট্যাটোফোর্টেস বোমারু বিমান উড্ডয়ন হলো।

রোববার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আরব নিউজ।

ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবতরণের ঠিক একদিন পরই মার্কিন বিমানবাহী ধর্মঘট গ্রুপের ১০০ মাইলের মধ্যে টহলটি অনুষ্ঠিত হলো। তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা বাড়ার কারণে সাম্প্রতিক মাসগুলোতে এটি পঞ্চমবারের মতো মার্কিন বিমান বাহিনী এই অঞ্চলে একই ধরনের অভিযান চালালো।

ইরানকে উস্কানি দেওয়ার জন্যই ঘনঘন পারস্য উপসাগরীয় এলাকা এভাবে মহড়া দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। সদ্যবিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শেষ মুহূর্তে মধ্যপ্রাচ্যে যুদ্ধ তৈরির অপচেষ্টা করছেন বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

প্রসঙ্গত, এর আগে চতুর্থবার ৭ জানুয়ারি সৌদি আরবের রাজকীয় বিমানবহর এবং মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানের সঙ্গে ওই বি-৫২ বোমারু বিমানদুটি ইসরায়েল গিয়েছিল।
এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির প্রস্তাব পাসের পর  ইসরায়েলের হামলায় ৮১ ফিলিস্তিনি নিহত
X
Fresh