• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আফগানিস্তানে দুই নারী বিচারককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ জানুয়ারি ২০২১, ১৫:০৩
ছবি সংগৃহীত।

আফগানিস্তানে বন্দুকধারীরা সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করেছে। আজ রোববার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী কাবুলে এই হামলা চালানো হয়।

ঘটনার পর সুপ্রিম কোর্টের মুখপাত্র আহমেদ ফাহিম কায়িম জানিয়েছেন, ওই দুই বিচারক কোর্টের গাড়ি দিয়ে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন। তখন তাদের ওপর হামলা চালানো হয়। দুর্ভাগ্যজনক যে, আজকের হামলায় আমরা দুই নারী বিচারককে হারালাম। এই ঘটনায় গাড়িটির চালক আহত হয়েছেন।

আফগানিস্তানে গেলো কয়েক মাস ধরেই সহিংসতা বেড়েছে। কাবুলে একের পর এক শীর্ষ স্থানীয় কর্মকর্তারা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন।

এর আগে মাত্র একদিন আগেই দেশটিতে দুই মিলিশিয়া সদস্য নিজ দলের ১২ জনকে গুলি করে হত্যা করেছে।

এম

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র দাবদাহ : ট্রাফিক সদস্যদের স্বস্তি দিতে ডিএমপির অনন্য উদ্যোগ
মারামারি কাণ্ডে মাঠ ছাড়ল মোহামেডান, জয়ী ঘোষণা আবাহনীকে
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
X
Fresh