• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘প্রিয় তৈয়ব’ বলে এরদোগানকে চিঠি দিলেন ম্যাঁক্রো

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২১, ১৪:১১
ফাইল ছবি

সম্প্রতি নানা ইস্যুতেই ফ্রান্স ও তুরস্কের মাঝে সম্পর্ক ভালো যাচ্ছে না। বিশেষ করে মুহাম্মদ (সা.) নিয়ে ব্যঙ্গ কার্টুন প্রকাশ নিয়ে প্রেসিডেন্ট ম্যাঁক্রোর তীব্র সমালোচনা করেন এরদোগান। আর সেই থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে।

আল জাজিরার খবরে বলা হয়, তবে নতুন বছরের শুরুতে ম্যাঁক্রোকে চিঠি লিখেন এরদোগান। গত বছরে ফ্রান্সে বেশ কয়েকটি হামলার জন্য দুঃখ প্রকাশ করেন। জাবাবে ম্যাঁক্রো তুর্কি প্রেসিডেন্টকে ‘প্রিয় তৈয়ব’ বলে সম্বোধন করেন।

শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলুর বরাতে এ খবর প্রকাশ করে স্থানীয় গণমাধ্যম। তিনি বলেন, চিঠিতে তুর্কি প্রেসিডেন্টকে ‘প্রিয় তৈয়ব’ বলে সম্বোধন করেছেন ম্যাক্রন। এরদোগানের সঙ্গে বৈঠকের জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়েছেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইউরোপ ও তার দেশের জন্য তুরস্কের গুরুত্বের কথা উল্লেখ করেছেন ম্যাঁক্রো। কাজেই তুরস্কের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক গড়বেন এবং আসছে মেয়াদে এরদোগানের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া সিরিয়া, লিবিয়াসহ আঞ্চলিক ইস্যুতে এবং সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতার প্রস্তাব দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ বাংলাদেশি
লিবিয়া থেকে ফিরলেন আরও ১৪৪ অনিয়মিত বাংলাদেশি
বলিউড নির্মাতাদের নিয়ে ইমরান হাশমির বিস্ফোরক মন্তব্য
তিউনিসিয়ায় নিহত ৮ বাংলাদেশির পরিচয় মিলেছে
X
Fresh