• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভারতে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হবে আজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২১, ০৯:০৮
ভারতে করোনার ভ্যাকসিন দেয়া শুরু হবে আজ

আজ শনিবার সকাল ৯টা থেকে ভারতের তিন হাজার ৬টি কেন্দ্রে শুরু হবে মহামারি করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া। এদিন সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দেশটির স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে, সারা রাজ্যে মোট ২১২টি ভ্যাকসিন প্রদান কেন্দ্র করা হয়েছে। এর মধ্যে কলকাতায় রয়েছে ১৯টি। প্রতিটি কেন্দ্রে ১০০ জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। আর এই ভ্যাকসিন প্রদান ধারাবাহিকভাবে চলতে থাকবে। শনিবারের আগেই কলকাতার কিছু সরকারি হাসপাতাল ও বেসরকারি কিছু অফিসে পৌঁছে যায় ভ্যাকসিন।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৯ কোটি ৪৩ লাখ ৬ হাজার ১১৪ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৭ হাজার ৭৫৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছে ৬ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৪০৫ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৩ হাজার ৬৫৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫২ হাজার ১৩০ জনের। সূত্র: এনডিটিভি ও এবিপি লাইভ

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh